নওগাঁর সাপাহারে গলায় ফাঁস দিয়ে শ্রী ফটিক চন্দ্র বর্মন (৫০) নামের এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে। তিনি সাপাহার উপজেলার পালপাড়া গ্রামের মৃত মহাদেব চন্দ্র বর্মনের ছেলে। গত সোমবার সন্ধ্যার দিকে গ্রামের অদূরে একটি আমবাগানে পাকুড়গাছের ডালে মাফলার দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত ফটিকের মরদেহ পুলিশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।
জানা গেছে, ফটিক চন্দ্র বর্মন দীর্ঘদিন ধরে সাপাহার বাজারে স্বর্ণের দোকান দিয়ে ব্যবসা করে আসছিলেন। কিছুদিন আগে সোনার দোকান ছেড়ে দিয়ে কৃষিকাজে মনোনিবেশ করেন। ঘটনার দিন সন্ধ্যার একটু আগে তিনি বাসা থেকে বের হন। এরপর সবার অজান্তে গ্রামের পাশের একটি আমবাগানে থাকা পাকুড়গাছের ডালে নিজের কাছে থাকা মাফলার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সন্ধ্যার দিকে ওই বাগানে কাজ করতে গিয়ে লোকজন গাছে তার মরদেহ ঝুলতে দেখে স্থানীয় থানায় খবর দেন। খবর পেয়ে সাপাহার থানা পুলিশ রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহটি থানায় নিয়ে যান। আজ মঙ্গলবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।