দুপুরে চট্টগ্রাম বন্দরের ট্রেনিং সেন্টারে বন্দর ব্যবহারকারীদের নিয়ে দিনভর কর্মশালার পর নতুন এই পদ্ধতির উদ্বোধন করেন বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। তিনি জানান, নতুন এই পদ্ধতির মাধ্যমে আধুনিক বন্দর ব্যবস্থাপনার নতুন দিগন্ত উন্মোচিত হলো। এতে আমদানী পণ্য ডেলিভারি প্রক্রিয়া সহজিকরণের পাশাপাশি জবাবদিহিতার নিশ্চয়তা বাড়লো। কয়েকমাস ধরে ৬ টি শিপিং লাইনের মাধ্যমে নতুন এই প্রক্রিয়ার পাইলট প্রজেক্ট সফল হওয়ায় আজ থেকে পুরোদমে ইলেকট্রনিক ডেলিভারি সিস্টেম চালু করা হলো বলেও জানান তিনি। নতুন পদ্ধতিতে কোন জটিলতা তৈরী হলে বন্দরের দক্ষ টিম তা তাৎক্ষনিকভাবে সমাধার করবে বলেও আশ্বস্ত করেন বন্দর চেয়ারম্যান। এসময় আমদানী রপ্তানী বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্টরা উপিস্থিত ছিলেন।