অবশেষে সাত মাস পর আবারো শুরু হয়েছে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে কেয়ারি ক্রুজ এন্ড ডাইন নামের একটি জাহাজ ৩১০ জন পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে টেকনাফ দমদমিয়া কেয়ারি ঘাট দিয়ে ছেড়ে যায়।
দুপুরের মধ্যে পর্যটকবাহী জাহাজটি দ্বীপে পৌঁছে। এর আগে সাড়ে সাত মাস বন্ধ থাকার পর এ মৌসুমে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে শুরুতে পরীক্ষামূলকভাবে পর্যটকবাহী এই জাহাজটি চলাচলের অনুমোদন দেয় প্রশাসন।
অক্টোবর থেকে জাহাজ চলাচলের কথা থাকলেও ঘূর্ণিঝড় ইয়াসের কারণে সেন্টমার্টিনে পর্যটক ওঠানামা একমাত্র জেটির পন্টুনে ফাটল দেখা দেয়।
পরে কক্সবাজার জেলা প্রশাসকের অনুমতিক্রমে চলতি পর্যটন মৌসুমে এই প্রথম কোনো জাহাজ সেন্টমার্টিনের দিকে যাত্রা শুরু করলো।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানান, জাহাজের ধারণ ক্ষমতা অনুযায়ী সীমিত পরিসরে পর্যটকবাহী একটি জাহাজ যাত্রা শুরু করলো।
জেটি মেরামতের কথা চিন্তা করে পর্যটকদের সুবিধার্থে একটু দেরিতে হলেও অধিকাংশ জাহাজ চলাচলের অনুমতি দেয়া হবে।
উল্লেখ্য, ইয়াসের আঘাত হানলে জেটির বেশিরভাগ পল্টুন, রেলিং ও সিঁড়ি নষ্ট হয়ে যায়। যার কারণে প্রশাসন জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এ কারণে দীর্ঘদিন সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ ছিল।