প্রতিবেদনে বলা হয়, ব্রিগেডিয়ার জেনারেল আবদুল রউফ উরুজগানি এবং প্রাদেশিক পুলিশ প্রধান জানিয়েছেন, কারাগার পরিচালকের অবহেলার সুযোগ নিয়ে এই বন্দিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। অন্তত ৬০০ বন্দি পালিয়ে গেছেন।
চারিকারের এক বাসিন্দা জানান, বন্দিরা কারাগার থেকে পালানোর পর নিরাপত্তা বাহিনী গুলি ছোড়েছে। যা স্থানীয় মানুষের মাঝে আতঙ্কের সৃষ্টি করেছে।
গত রবিবার পর্যন্ত অন্তত ছয়টি অঞ্চলের কারাগার থেকে প্রায় এক হাজার অপরাধী ও মাদক পাচারকারীকে মুক্তি দিয়েছে তালেবান। তাদের অধিকাংশই মাদক চোরাচালান, অপহরণ এবং সশস্ত্র ডাকাতিতে জড়িত থাকার অপরাধে বন্দি ছিলেন। জানান কারা প্রশাসন পরিচালক সফিউল্লাহ জালালজাই।
কুন্দুজ প্রদেশে ১৩ জন নারী ও ৩ বিদেশিসহ অন্তত ৬৩০ জন বন্দিকে মুক্তি দিয়েছে তালেবান। এদের মধ্যে ১৫ জন শীর্ষস্থানীয় নেতাসহ ১৮০ জন তালেবান সদস্য। যারা আফগান সরকার কর্তৃক মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি ছিলেন।
এছাড়া নিমরোজ প্রদেশের জারঞ্জ শহরের কারাগার থেকে ৪০ তালেবান সদস্যসহ সাড়ে ৩০০ বন্দিকে মুক্তি দিয়েছে তালেবান