আনোয়ারা উপজেলায় ইলিশ সম্পদ সংরক্ষণ কার্যক্রম-২০২১ বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা মূল্যের ৫ হাজার মিটার অবৈধ চিংড়ি পোনা ধরার জাল ধ্বংস করেছে প্রশাসন। শনিবার (০৯ অক্টোবর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী’র নেতৃত্ব সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত উপজেলার সাঙ্গু,বঙ্গোপসাগরের উপকূলে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব জাল উপকূলে পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক, অফিস সহকারী মোহাম্মদ এনামুল হক। অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী বলেন,ইলিশ সম্পদ সংরক্ষণ কার্যক্রম-২০২১ বাস্তবায়নে এই অভিযান অব্যহত থাকবে।