আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মধ্যরাতে সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই পক্ষ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সামনে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে ১০ ছাত্রলীগ কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে তিন জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিবাদমান দুইটি পক্ষ হচ্ছে বিজয় ও সিএফসি। উভয় পক্ষই শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল চৌধুরীর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। পুলিশ ও প্রক্টোরিয়াল বডি জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মঙ্গলবার দিনভর উত্তেজনা বিরাজ করে। পরবর্তীতে মধ্যরাতে সংঘর্ষে জড়িয়ে পরে তারা। এ সময় উভয় পক্ষ একে অপরকে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ ও প্রক্টোরিয়াল বডির সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বর্তামানে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।