বিয়ের ১ বছর পার না হতেই পরপারে পাড়ি জমালেন আখি আক্তার।দিনের পর দিন স্বামী ও দেবরের অমানবিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মাহত্যা করেছে আখি। এমনটিই বলছে প্রতিবেশীরা। কিন্তু মৃত আঁখির মা রাবেয়া বেগম(৩৫) বলছে আখিকে নির্যাতন করে হত্যা করেছে আঁখির স্বামী বাবলু(৩০) ও দেবর শিবলু(২৬)
ঘটনাসূত্রে জানা যায়, গত ১৪ জুন বুধবার বিকেল ৪ ঘটিকার সময় চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধিন ২৩ নং ওয়ার্ড এর দেওয়ানহাট এলাকার ধনিয়ালাপাড়ায় আখি আক্তার নামের এক গৃহবধূ ঘড়ের লোহার দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। এলাকাবাসী ৯৯৯ সেবায় কল দিলে ডবলমুরিং থানা পুলিশ এসে লোহার দরজা কেটে ঝুলন্ত অবস্হায় ফাঁস কেটে লাশ উদ্ধার করে।
মামলার বাদী রাবেয়া বেগম বলেন, বিগত ১৯/০৮/২০২২ তারিখ বাবলুর সাথে আমার মেয়ে আঁখির বিয়ে হয়।বিয়ের পর বিভিন্ন অযুহাতে আমি মেয়ের জামাইকে ১ লাখ টাকা দেই। ঘরের ফার্নিচার দিয়েছি প্রায় ৮৭ হাজার টাকার তারপরও আমার আখিকে ওরা মারধর নির্যাতন করতো। মেয়ের সুখের কথা ভেবে যখন যা চাইতো তাই দিয়েছি। কিন্তু অশান্তি পিছু ছাড়েনী আঁখির।
জামাই বাবলু ও মেয়ে আখিকে প্রায় দেড় ভরি স্বর্ন দিয়েছি, সেই স্বর্ন বাবলুর ছোট ভাই শিবলু চুরি করে বিক্রি করেছে। শিবলু কিভাবে চুরি করেছে জানতে চাইলে রাবেয়া বেগম বলেন,শিবলু এলাকা কুখ্যাত চোর ও মাদক ব্যবসায়ী নেশাখোর। ওর একটা মেয়ে আছে শিবলু ওর স্ত্রীকে মারধর নির্যাতন ও নেশা করার কারনে ওর স্ত্রী ওকে ছেড়ে অন্য জায়গায় থাকে আর শিবলু ওর ৯ বছরের মেয়েকে নিয়ে বাবলুর বাসায় জোর করে থাকতো। আখি নেশাখোর শিবলুকে বাসায় রাখতে চাইতো না। সে জন্য আঁখিকে প্রায় মারধর করতো শিবলু। বাবলু কোন প্রতিবাদ না করে ভাইয়ের সাপোর্ট করতো।
মামলার ৩ং সাক্ষী মর্জিনা বেগম বলেন,আখি আমার মামাতো বোন ঘটনার দিন আখি দুপুর ২ ঘটিকার সময় আমার বাসায় আসে ৩ টার সময় শিবলুর মেয়ে আখিকে বাসায় ডেকে নিয়ে যায় কিছু সময় পর শুনি আমার বোন মারা গেছে আমি দৌড়ে গিয়ে দেখি আখি ফ্যানের সাথে গলায় ফাঁস অবস্থায় ঝুলে আছে। আমার বোনকে ওরা দুই ভাই অনেক নির্যাতন করেছে। ওরা দুই ভাই আমার বোনকে মেরে ফেলছে আমি বিচার চাই।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিবেশী বলেন, শিবলু প্রায়ই টাকার জন্য আখিকে মারধর করতো কিন্তু আঁখির স্বামী বাবলু কোন প্রতিবাদ করতো না। এলাকার সবাই জানে শিবলু মাদকাসক্ত, সে নেশা না করতে পারলে পাগল হয়ে যেতো। টাকার জন্য এমন কোন অপকর্ম নেই যে সে না করতো।
ঘটনার দিন শিবলু টাকার জন্য বেলছা দিয়ে আখিকে মারধর করে বলে জানিয়েছে শিবলুর মেয়ে মুমনি।
৯৯৯ সেবায় কল পেয়ে আমরা লাশ উদ্ধার করি। ভিকটিম আখির মা আখি আক্তার এর মা বাদী হয়ে মামলা দায়ের করে,তাৎক্ষণিক ১ং আসামী বাবলুকে গ্রেফতার করা হয়। ২ং আসামী শিবলুকে ও গ্রেফতারের জন্য অভিযান চলছে।