বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, “আমার সবচেয়ে বড় শক্তি আমি আমার দেশের মানুষকে ভালোবাসি, সবচেয়ে বড় দুর্বলতা আমি তাদেরকে খুব বেশি ভালোবাসি।”
স্বাধীনতার মহান স্থপতির এই চেতনাই ছিলো বাঙালির ঐক্য প্রতিষ্ঠার একটি বৃহত্তম উপলক্ষ। এবং এটিই অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পথকে করেছে সুগম।
সেই উপলক্ষে আজ সকাল ৮ঃ০০ ঘটিকায় দামপাড়াস্থ ‘জনক চত্বরে’ জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে ‘সিএমপি স্কুল এন্ড কলেজ’ এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন মান্যবর সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়।
পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামে আয়োজিত আজকের অনুষ্ঠানে যোগ দেন মান্যবর কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মহোদয়।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ফয়সাল মাহমুদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।