শুরু হচ্ছে আজ মঙ্গলবার সপ্তাহব্যাপী বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন।এই ভার্চু্৵য়াল সম্মেলনে স্বাগতিক বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের পাঁচ শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট ২০২১’ শীর্ষক।
গণভবন থেকে ভার্চু৵য়াল মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বাণিজ্য মন্ত্রণালয় ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) যৌথ আয়োজনে সাত দিনের সম্মেলনটি ভার্চু৵য়াল মাধ্যমে হলেও উদ্বোধন অনুষ্ঠান হবে রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
সম্মেলন সম্পর্কে জানতে চাইলে ডিসিসিআইয়ের সভাপতি রিজওয়ান রাহমান গত রাতে বলেন,‘বিশ্বব্যাপী করোনা মহামারি চলমান।তবে বাংলাদেশ থেমে নেই।এই সম্মেলনের মাধ্যমে সেটিই আমরা সারা বিশ্বকে জানাতে চাই।সেই সঙ্গে ব্যতিক্রমীভাবে বাংলাদেশকে ব্র্যান্ডিং করার উদ্যোগ নিয়েছি। সেটি হচ্ছে, দীর্ঘদিন ধরে দেশে ব্যবসা করা ইউনিলিভার,ব্রিটিশ আমেরিকান টোব্যাকো,জাপান টোব্যাকো,ম্যারিকোর মতো সফল প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সম্পর্কে বলবেন।’
রিজওয়ান রাহমান বলেন,‘সম্মেলনে বাংলাদেশসহ ৩৮টি দেশের সাড়ে ৫০০ প্রতিষ্ঠান অংশ নেবে। আবার ভার্চ্যুয়াল মাধ্যমে ৪৫০টির বেশি বি–টু–বি বৈঠক হবে। তাতে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন আমাদের ব্যবসায়ীরা।