চট্টগ্রাম নগরীতে ট্র্রাফিক আইন মেনে চলুন, নিরাপদ সড়ক নিশ্চিত করুন’ এই সেøাগানকে সামনে রেখে শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ ২০২২। সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে সিএমপির ট্রাফিক বিভাগের উদ্যোগে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। উদ্বোধন শেষে ‘আমার গাড়ি নিরাপদ’ প্রকল্পের আওতায় রেজিষ্ট্রেশনকৃত গাড়িসমূহে কিউ আর কোড সম্বলিত স্টিকারও লাগান সিএমপি কমিশনার। ‘আমার গাড়ি নিরাপদ’ এ প্রকল্পের আওতায় এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয়েছে প্রায় সাড়ে বার হাজার গাড়ি। এসময় সিএমপির অতিরিক্ত কমিশনার-ট্রাফিক শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার- ক্রাইম এন্ড অপারেশন মোহাম্¥দ শামসুল আলমসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply