করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে ছয় সপ্তাহ বন্ধ থাকার পর আজ থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতেও সশরীরে ক্লাস শুরু হয়েছে। সারাদেশের মতো চট্টগ্রামের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হয়েছে। তবে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো কম। কিছু বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মানা হলেও অনেক জায়গায় উপেক্ষিত ছিলো স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা। তবে দীর্ঘদিন পর স্কুল খোলায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ছিলো উচ্ছাস। আজ থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের সাপ্তাহিক ছুটি ছাড়া ক্লাস হবে প্রতিদিন । তবে এখন পর্যন্ত প্রাক-
প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা আপাতত বন্ধ রয়েছে।