পূজা দেখার জন্য সকাল থেকে মন্দিরে ছিল পূজার্থীদের উপচেপড়া ভিড়। এবার কুমারী মায়ের আসনে বসানো হয়েছে ছয় বছর বয়সী প্রীতি ধরকে। কুমারীর বয়স ছয় হওয়ায় উমা নামে তাকে পূজিত করা হয়েছে। পূজা শেষে মন্দিরে উপস্থিত ভক্তরা অঞ্জলি গ্রহণ করেন। নগরীতে ২৭৭ টি মন্ডপ থাকলেও শুধু এই মন্দিরটি এবার কুমারী পূজার আয়োজন করা হয়েছে। গত ১৮ বছর ধরে এখানে কুমারী পূজার আয়োজন হচ্ছে। অন্য মন্ডপগুলোতে কুমারী পূজা না হলেও মন্ডপগুলোতে অষ্টমী পূজা উপলক্ষে ছিল নানা বয়সী মানুষের ঢল। ব্যক্তিগত প্রার্থনার পাশাপাশি করোনা থেকে মুক্তি পেতে ছিল ভক্তদের বিশেষ
প্রার্থনা। এছাড়া মন্ডপগুলোতে সন্ধ্যায় আরতি পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। চট্টগ্রামে এবার নগরী এবং ১৫ টি উপজেলায় মিলে ২ হাজার ২৪১ টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। এসব মন্ডপের নিরাপত্তায় আনসারের পাশাপাশি মোতেয়ন রয়েছে পুলিশ।