আজ ২৭ ই জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১১ টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগর ভবনের সামনে এড ভিশনের সভাপতি মোঃ মাইনুল ইসলামের সভাপতিত্বে
এক সভা অনুষ্ঠিত হয়।
যেখানে-সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না এবং পলিথিনের ব্যবহার বন্ধ করুন”এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম নগরীর ৪১ টি ওয়ার্ডে মাসব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২২ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র রেজাউল করিম চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন এড ভিশন এর প্রতিষ্ঠাতা ও পরিবেশ সংগঠক মাসুদ রানা।বিশেষ অতিথি ছিলেন এড ভিশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কবি ও প্রাবন্ধিক মোহাম্মদ কামরুল ইসলাম। বিশষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ওয়ার্ড কমিশনার তসলিমা নুর জাহান রুবি ও সমাজ সেবক সিরাজুল ইসলাম।
এড ভিশনের উদ্যোগে মাসব্যাপী অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন,চট্টগ্রাম একটি নান্দনিক, ইতিহাসসমৃদ্ধ মনোরম পরিবেশবেষ্টিত, সমুদ্র ও পাহাড়ঘেরা অপরূপ, বৈচিত্র্য ময় নগরী হলেও নাগরিক সচেতনতা হীনতার কারণে ক্রমাগত বাসযোগ্যহীন হয়ে উঠছে। চট্টগ্রাম নগরীকে রক্ষা করতে হলে নান্দনিক ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় এবং আধুনিক,নান্দনিক ও পরিচ্ছন্ন নগরী গড়তে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে নাগরিক সচেতনতা জরুরী।তিনি আরও বলেন,চট্টগ্রাম একটি নান্দনিক, ইতিহাসসমৃদ্ধ, মনোরম পরিবেশ বেষ্টিত সমুদ্র ও পাহাড়ঘেরা অপরূপ ও বৈচিত্র্যময় নগরী হলেও নাগরিক সচেতনতাহীনতার কারণে ক্রমা গত বাসযোগ্যহীন হয়ে উঠছে।তিনি এড ভিশন এই রকম কর্মকান্ডের জন্য ধন্যবাদ জানান।চট্টগ্রাম নগরী কে রক্ষা করতে হলে নান্দনিক ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় ও আধুনিক, নান্দনিক ও পরিচ্ছন্ন নগরী গড়তে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে নাগরিক সচেতনতা জরুরী বলে তিনি মনে করেন।
সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ কামরুল ইসলাম বলেন,পরিবেশ সুরক্ষায় ও সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে সাথে সাথে পরিবর্তন ঘটাতে হবে আমাদের মন ও মানসিকতার।পরিবেশ রক্ষায় আরও বেশি প্রচার সহ সবাইকে সোচ্চার হতে হবে। একই সঙ্গে আইনের প্রয়োগ ও বাস্তবায়ন ঘটাতে হবে।
সংগঠনের যুগ্ম সম্পাদক ও সংগঠক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মোঃ আইয়ুব, মোহাম্মদ মোস্তফা,কালিম শেখ,তমা,সাথী কামাল সহ প্রমুখ।