মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি।’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ৫০ বছর পদার্পণ উদযাপনের আয়োজন করা হয়েছে আজ।
এ উপলক্ষে গণভবন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভার্চুয়্যালী যুক্ত হয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন।
কক্সবাজার প্রান্ত থেকে সংযুক্ত হয়ে বাহারছড়া গোলচত্বর মুক্তিযোদ্ধা মাঠে জেলা প্রশাসন আয়োজিত সিপিপি স্বেচ্ছাসেবকদের দুর্যোগকালীন সময়ে করণীয় বিষয়ক মহড়া দেখানো হয়।
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম সম্পাদক এডঃ সিরাজুল মোস্তফা, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেকউল্লাহ রফিক, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ,জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান,কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব:) ফোরকান আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আমিন আল পারভেজ, প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও সিপিপি স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।