আগামী ৪ জুন প্রথমবারের মত পালিত হতে যাচ্ছে চা দিবস। এই লক্ষ্যে অনলাইন প্লাটফর্ম জুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। এসময় অন্যান্যদের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ জাফর উদ্দিন, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: জহিরুল ইসলাম, চা বোর্ডের সদস্য ড. নাজনীর কাউসার চৌধুরী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান জানান, আগামী ৪ জুন ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল পৌনে ১০টায় বাণিজ্য মন্ত্রী জাতীয় চা দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করবেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভা শেষে দিনব্যাপী চা প্রদর্শনী চলবে। ঢাকার পাশাপাশি চা উৎপাদনকারী অঞ্চল চট্টগ্রাম, সিলেট ও পঞ্চগড়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন কথাও সভায় জানানো হয়।