আগামী ১৮ নভেম্বর চট্টগ্রামের হোটেল রেডিসন-ব্লুতে শুরু হচ্ছে
রিহ্যাবের চারদিন ব্যাপী আবাসন মেলা। দুপুরে চট্টগ্রাম ক্লাবে
সংবাদ সম্মেলনে রিহ্যাব চট্টগ্রাম ফেয়ারের বিভিন্ন দিক তুলে ধরেন
রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওন্যাল চেয়ারম্যান
আবদুল কৈয়ুম চৌধুরী। এবারের মেলায় আবাসন নির্মাণ প্রতিষ্ঠান,
আর্থিক প্রতিষ্ঠান, বিল্ডিং ম্যাটেরিয়ালসসহ ৭১টি স্টল থাকছে। মেলায়
প্রথমবারের মত দেশের শীর্ষ স্থানীয় আবাসন নির্মাণ প্রতিষ্ঠান
রুপায়ন সিটি উত্তরাসহ চারটি প্রতিষ্ঠান গোল্ড স্পন্সর হিসেবে
থাকছে। পাশাপাশি কো-স্পন্সর ও উদ্বোধনী অধিবেশনে এন্ট্রি টিকেট,
র্যাফেল ড্র স্পন্সরও হয়েছেন রুপায়ন সিটি উত্তরা। করোনার ধাক্কা
সামলিয়ে এবারের রিহ্যাব মেলায় প্রত্যাশিত সাড়া পাওয়ার আশা ব্যক্ত
করেন রিহ্যাব নেতারা।