আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায়। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি আজ শনিবার দুপুর ১২টার দিকে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন। এদিকে সম্মেলনকে কেন্দ্র করে পৌর এলাকার প্রধান সড়কে সকাল ৯টা থেকে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ায় মানুষের দুর্ভোগ পোহাতে হয়।
এ সময় সাধারণ যাতায়াতকারীদের বিকল্প পথ ব্যবহার করতে হয়েছে। একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে খাবারের আয়োজন করায় সেখানে ক্লাস হয়নি। সম্মেলনকে কেন্দ্র করে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা পরিষদ মাঠের এ সম্মেলনে হাজার চারেক মানুষের উপস্থিতি ঘটে। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি কমতে থাকে। আত্মীয় নামে একটি সংগঠনের প্রাথমিক চিকিৎসাকেন্দ্র ও ছাত্রলীগ নেতা দেবাশীষ ঘোষ হৃদয়ের উদ্যোগে পানির ব্যবস্থা করা হয়েছে। মূলত সম্মেলনের চেয়ে মন্ত্রীর আগমনের প্রতি আগ্রহ ছিল নেতাকর্মী ও সাধারণ মানুষের। ৯ বছর পর আওয়ামী লীগের এ সম্মেলন হচ্ছে।