চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন রশিদ বিল্ডিং এলাকায় আমির সওদাগরের ভাড়া বাসায় বড় বোনের সাথে অভিমান করে ছোট ভাই ইমন হোসেন খান (১৫) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। তিনি পিরোজপুর জেলার নাজিরপুর এলাকার তেঁতুলিয়া গ্রামের মৃত শাহাবুদ্দিন খানের ছেলে।
বৃহস্পতিবার (৪ মার্চ) দিবাগত ভোর রাতে আমির সওদাগরের ভাড়া বাসায় তিনি আত্মহত্যা করেন বলে জানান তার বোন।
এবিষয়ে জানতে চাইলে তার বড় বোন রুবিনা আকতার বলেন, প্রতিদিন সে রাত জেগে মোবাইল ব্যবহার করলে আমি নিষেধ করতাম। ঘটনার দিন রাত ১২টার দিকে মোবাইল ব্যবহার করতে দেখলে আমি মোবাইলটা নিয়ে নিই। পরে ভোর চারটার দিকে দেখি, তার গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ভোরে রশিদ বিল্ডিং এলাকায় এক কিশোরের আত্মহত্যার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ডবলমুরিং থানা পুলিশ। পরিবার সূত্রে জানতে পারি, মোবাইল নিয়ে ঝগড়ার জেরে সম্ভবত রাগ করে সে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরর প্রক্রিয়া চলছে।