কক্সবাজারের পেকুয়ায় অভিনব কায়দায় বিকাশ ডিস্ট্রিবিউটরের গেইটের তালা ভেঙে এবং ভিতরের লকারের তালা ভেঙে বিকাশের রক্ষিত ৪৬ লাখ ৫০ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়। পেকুয়া কবির মিয়া বাজারের পূর্ব পাশের ইসমাইল ভবনে রাত সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে। হিসাব রক্ষক আসাদুর রহমান বলেন ঘটনার এমন অভিযোগ পাওয়ার পর দ্রুততম সময়ে পেকুয়া থানার এসআই মিন্নত প্রাথমিক তদন্ত কাজ শুরু করেছেন। পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাজার ব্যবসায়ী সমিতির নেতারা বলেন বিকাশ ডিস্ট্রিবিউটরের মালিক কক্সবাজারের আমিনুল ইসলামের তার ছোট ভাই জাহেদুল ইসলাম জানান লকডাউনের কারণে ব্যাংকে দৈনন্দিন লেনদেন করতে পারেনি বলে টাকাগুলো এখানে রক্ষিত রাখছিল। কর্মচারীদের সবার বাড়ী দুরে হওয়ায় তারা এখানে থাকতো। ঘটনার দিন রাতের ভাত খেতে আরেক কর্মচারী রেজাউলের বাড়ীতে যায় তারা। এ সময়ে এ ঘটনা ঘটে। পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার জানান ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে। কে বা কারা এ ঘটনা ঘটালো তদন্তে করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।