অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ৪ টি ড্রেজার মেশিন ও বিপুল পরিমান পাইপ আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ীর বাজার রক্ষা বাঁধের উত্তর পাশে জিঞ্জিরাম নদীতে।
অবাধে বালু উত্তোলন করে আসছিলো কয়েকটি চক্র স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন থেকে চলমান ড্রেজার বিরোধী অভিযানকে তোয়াক্কা না করেই সানন্দবাড়ী বাজার রক্ষা বাঁধের পূর্বপাশে ড্রেজার মেশিন স্থাপন করে। উপজেলা নির্বাহী অফিসার এবং এসিল্যান্ডের নেতৃত্বে বালু উত্তোলন বিরোধী অভিযান অব্যাহত থাকলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বেশ কিছু জায়গায় চলছিল বালু উত্তোলন । এ কারণেই বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ ধারায় এই ৪ টি ড্রেজার মেশিন এবং বিপুল পরিমান পাইপ গুড়িয়ে বিনষ্ট করে দেওয়া হয়।