অন্যান্য দিনের মতো জীবিকার তাগিদে রিক্সাওয়ালা আব্দুস শুক্কুর কক্সবাজার শহরে বের হন। গত ০৮/০৮/২০২১ তারিখ বেলা অনুমান ১১:৩০ ঘটিকায় শহরের বাজারঘাটা নামক স্থানে যাত্রীর সন্ধানে রাস্তায় দাঁড়িয়েছিলেন তিনি। এ সময় অভিযুক্ত শুকুর আলী রিক্সাওয়ালার কাছে জানতে চান “এই তুই চিরঙ্গার বাজার যাবি নাকি?” উল্লেখ্য উক্ত বাজারটি রিক্সাওয়ালা যেখানে দাঁড়িয়ে ছিল ওই জায়গা থেকে অনেক দূরে এবং রাস্তাও ভীষণ খারাপ। উত্তরে রিক্সাওয়ালা জানান যাব স্যার । ভাড়া কত জানতে চাইলে রিক্সাওয়ালা জানান ২০০ টাকা। এত টাকা ভাড়া কেন ক্ষিপ্ত হয়ে সে রিক্সাওয়ালার সঙ্গে দুর্ব্যবহার শুরু করে এবং এক পর্যায়ে তার ওপর চড়াও হয় কিল ঘুষি মারতে থাকে। প্রকাশ্য দিবালোকে অনেক মানুষের সামনে কর্দমাক্ত রাস্তার উপর দিয়ে তাকে টেনে হিঁচড়ে নিতে থাকে। এমত অবস্থায় কয়েকজন এসে তাকে কোনমতে রক্ষা করে। তাকে মারধরের ঘটনায় সে শারিরিকভাবে আহত হন এবং মানসিকভাবে প্রচণ্ড আঘাত পান তিনি। ঘটনাটি ভাইরাল হলে পুলিশ সুপার, কক্সবাজার এর নজরে আসে। সঙ্গে সঙ্গে কক্সবাজার সদর মডেল থানা, কক্সবাজার শহর ফাঁড়ি এবং জেলা গোয়েন্দা শাখা কে নির্দেশ দেওয়া হয় অভিযুক্ত ব্যক্তিকে আটক এবং ভুক্তভোগী রিকশাওয়ালাকে উদ্ধারের জন্য। কক্সবাজার শহর ফাঁড়ির পুলিশ নির্দেশ পাওয়ার এক ঘণ্টার মধ্যে ঘটনায় অভিযুক্ত শুকুর আলী’কে গ্রেফতার করে। অপরদিকে ভিকটিম রিক্সাওয়ালাকে খুঁজে বের করা হয়। তার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।