জুবিন নটিয়াল বলিউডের মিউজিকে এই সময়ের সেনসেশন। তার গাওয়া ‘লুট গায়ে’, ‘হামনাভা’, ‘তুঝে কিতনা চাহে অউর হাম’ কিংবা ‘রাতা লাম্বিয়া’ গানগুলোর জনপ্রিয়তা নিয়ে বাড়িয়ে বলার কিছু নেই। একের পর এক সুপারহিট গান উপহার দিচ্ছেন তিনি।
তুমুল জনপ্রিয় এই গায়ক এবার গাইলেন বাংলাদেশের স্বনামধন্য গীতিকার রবিউল ইসলাম জীবনের কথায়। গানের শিরোনাম ‘অন্তরাত্মা’। এটি থাকছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘অন্তরাত্মা’র টাইটেল গান হিসেবে। সুর ও সংগীতায়োজন করেছেন ভারতের ইন্দ্রদীপ দাশগুপ্ত।
জানা গেছে, সম্প্রতি গানটিতে কণ্ঠ দিয়েছেন জুবিন। তবে গাওয়ার আগে তার দাবি ছিল, গানের কথা ও মিউজিক পছন্দসই হতে হবে। সেই শর্ত মাথায় রেখে গানের কথা ও মিউজিক সাজান জীবন-ইন্দ্রদীপ।
গানে কণ্ঠ দেওয়ার পর এক ভিডিও বার্তায় জুবিন বলেন, “বাংলাদেশের সিনেমার গানে নতুন অভিজ্ঞতা হলো। সুন্দর একটি গান করলাম। ‘অন্তরাত্মা’ সিনেমার টিমের জন্য শুভ কামনা।