করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে অনলাইনে কোরবানির পশু কেনা-বেচার অনুরোধ জানিয়েছে মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়।রোববার ১১ জুলাই মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, করোনা সংক্রমণ রোধে সরকার সারাদেশে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। তাই খামারি ও ক্রেতাদের কোরবানির পশু অনলাইনে ক্রয়-বিক্রয়ের অনুরোধ জানানো হয়েছে।