চট্টগ্রামের কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাটে সিটি করপোরেশনের অতিরিক্ত মাশুল আদায় এবং স্থানীয়দের চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করেছে সাম্পান মাঝিরা। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে ইছানগর বাংলাবাজার সাম্পান মাঝি কল্যাণ সমিতির দুই শতাধিক সাম্পান-মাঝি অংশ নেন। এসময় মাঝিরা বলেন, আজকের মধ্যে যদি সংকট সমাধান না হয় এরপর চসিক ভবন ঘেরাও কর্মসূচি পালন করা হবে। এর আগে গত রবিবার সকাল থেকে যাত্রী পারাপার বন্ধ করে ধর্মঘট এবং এর পরদিন সোমবার অবস্থান কর্মসূচি পালন করে সাম্পান মাঝিরা। এদিকে সাম্পান মাঝিদের ধারাবাহিক কর্মবিরতির কারণে চরম দুর্ভোগে পড়েছেন কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাট দিয়ে পারাপার করা পোশাক শিল্পের শ্রমিক, সবজি-চাষি ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।